যুগের সাথে তাল মিলিয়ে চিকিৎসা প্রযুক্তি অনেক দূর এগিয়ে এসেছে। আগে ভালো চিকিৎসা করানোর আশায় রোগী এবং তার আত্মীয়দের প্রচুর টাকা পয়সা খরচ করে বর্ডার পার করে আসতে হতো আরেক দেশে সাধ্যের মধ্যে চিকিৎসা করানোর জন্য। তবে সেই সব দিন এখন অনেক পেছনে চলে গেছে। এখন মানুষ পছন্দ করেছেন এমন একটি প্রতিষ্ঠান যার ওপর নির্ভর করে এই সমস্ত দায়িত্ব ছেড়ে দেওয়া যায় সাশ্রয়ী মূল্যের মধ্যে। সেই প্রতিষ্ঠানকে বলা হয় মেডিকেল ট্যুরিজম। আর ভারতে চিকিৎসা করানোর জন্য এই মেডিকেল ট্যুরিজম জনপ্রিয় হয়ে উঠেছে।

মেডিকেল ট্যুরিজম কি?

মেডিকেল ট্যুরিজম বলতে যা বোঝায় সেটি হল কোন এক দেশ থেকে অন্য আরেক দেশে সাধ্যের মধ্যে খরচে সুচিকিৎসার আশায় ভ্রমণ করা কে বলা হয় মেডিকেল ট্যুরিজম। যে চিকিৎসা রোগী তার মাতৃভূমিতে পেতে অপারক তা পাওয়ার জন্য অন্য উন্নত দেশে যাত্রা এই মেডিকেল ট্যুরিজম এর আওতায় পড়ে।

মেডিকেল ট্যুরিজম এর আওতায় কিছু সংস্থা আছে যারা রোগী এবং রোগীর পরিবারকে এক দেশ থেকে অন্য দেশে কম খরচে নিয়ে যাওয়া এবং তাদের থাকা ও চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকে। এরা কম খরচে উন্নত মানের চিকিৎসা পেতে সাহায্য করে রোগী এবং রোগীর পরিবার কে।

সাধারণত রোগীকে দেশের বাইরে চিকিৎসা করতে নিয়ে এলে রোগীর পরিবার কে কিছু দিন বিদেশে থাকতে হয়। মেডিকেল ট্যুরিজম এর আওতায় থাকা এই সংস্থাগুলো তখন সেই রোগীর পরিবারের সদস্যদের এই বিদেশে ভ্রমণের সুযোগও করে দেয়। আর এই সমস্ত রকমের সুবিধা তারা প্যাকেজের মাধ্যমে দিয়ে থাকে রোগীর পরিবার কে। রোগীর পরিবার প্যাকেজ পছন্দ করে নামমাত্র খরচায় এত কিছু সুবিধা করতে পারেন।

মেডিকেল ট্যুরিজমের সুবিধা কি?

১। মেডিকেল ট্যুরিজম এর সবচেয়ে বড় সুবিধা হলো কম খরচায় ভালো জায়গায় উন্নত প্রযুক্তিগত চিকিৎসা পাওয়া যায়।

২। মেডিকেল ট্যুরিজম এর আওতায় চিকিৎসা করালে বড় শহরে উন্নত নার্সিংহোমে বড় ডাক্তার দের দ্বারা চিকিৎসা করানো যায়।

৩। এই ব্যবস্থায় রোগীকে খুব যত্ন সহকারে দেখভাল করা হয়।

৪। মেডিকেল ট্যুরিজম এর আওতায় চিকিৎসা করালে ভাষা প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এসে দাঁড়ায় না। আপনি সহজেই আপনার মাতৃভাষায় যোগাযোগ স্থাপন করতে পারবেন।

৫। এই ব্যবস্থায় ভিসা নিয়ে বিশেষ কোনো সমস্যা দেখা দেয় না।

৬। মেডিকেল ট্যুরিজম এর আওতায় চিকিৎসাধীন থাকলে ওষুধ পত্রের দামও স্বাভাবিকের থেকে কম পাওয়া যায়।

৭। আর সর্বশেষে সবচেয়ে আকর্ষণীয় যেটি সেটি হল বিদেশে চিকিৎসার জন্য থাকাকালীন সময়ে মেডিকেল ট্যুরিজম এর মাধ্যমে কম খরচে সহজে বিদেশ ঘুরে নেওয়া যায়।

এই সুবিধা লাভ করার জন্য কোথায় যোগাযোগ করবেন?

বাংলাদেশ থেকে বছর বছরই প্রচুর লোক কলকাতায় ছুটে আসেন ভালো চিকিৎসার আশায়। তবে অনেকের ক্ষেত্রে কখনো আর্থিক কারণে কিংবা বেশিরভাগ ক্ষেত্রে যোগাযোগের অভাবে তারা ভালো চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হন। এখন সেই সমস্যা আর কোনো সমস্যাই নয়। রোগী এবং তার পরিবারকে সেবার জন্য তৈরি আছে Madre Healthcare। এখন আপনার কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আর চিন্তা নয়। সরাসরি যোগাযোগ করুন Madre Healthcare-এর সঙ্গে আর পেয়ে যান উন্নত মানের চিকিৎসা।

যোগাযোগঃ

MADRE HEALTHCARE

বিদ্যুত বিকাশ ধর

যোগাযোগ নাম্বারঃ
  • 9433365039
  • 9830363622
ওয়েব সাইটঃ https://www.madrehealthcare.com

Leave a comment