Untitled Design 1 1

IVF -এর পুরো নাম হল ‘In vitro fertilization’।এই প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে শুক্রানু ও ডিম্বানুর মিলন ঘটিয়ে ভ্রুন সৃষ্টি করে তাকে মায়ের গর্ভে প্রবেশ করিয়ে দেওয়া হয়।এই প্রক্রিয়াকে বলা হয় আইভিএফ বা ইন ভার্টো ফার্টিলাইজেশন।এই চিকিৎসা পদ্ধতিটি নিঃসন্তান দম্পতিদের জন্য একেবারে উপযুক্ত।যেইসব দম্পতি বেশ কিছু বছর ধরে সন্তান ধারণ করার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে প্রাকৃতিক প্রক্রিয়ায় সন্তান ধারণ করতে অপারক হচ্ছেন, তারা এই IVF -এর মাধ্যমে সহজেই সন্তান লাভ করতে সক্ষম হবেন।

আইভিএফ কি?

Untitled Design 27

আইভিএফ তথা In vitro fertilization or IVF হলো নিঃসন্তান দম্পতির জন্য একটি চিকিৎসা ব্যবস্থা। এপদ্ধতিতে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয়। এর ফলে যে জাইগোট তৈরি হয়, তা থেকে জীবিত ভ্রুণ সৃষ্টি হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করা হয়। যদি জীবিত ও মায়ের গর্ভে টিকে থাকতে পারবে এমন ক্ষমতাসম্পন্ন ভ্রুণ সৃষ্টি হয়, তাহলে এমন এক বা একাধিক ভ্রুণ কৃত্রিমভাবে মায়ের ইউটেরাসে প্রবেশ করানো হয়। এই চিকিৎসা পদ্ধতি উন্নত প্রযুক্তি তথা assisted reproductive technology (ART) এর দ্বারা পরিচালিত হয়।

কারা সুযোগ নিতে পারবেন আইভিএফ -এর?

Untitled Design 28

আইভিএফ নিঃসন্তান দম্পতিদের জন্য উপযুক্ত একটি চিকিৎসা পদ্ধতি হলেও, সব দম্পতি এই সুযোগ পেতে পারবেন না।আইভিএফ পদ্ধতি সব দম্পতির ক্ষেত্রে সফল নাও হতে পারে।যে নারী মা হতে যাচ্ছে তার শরীরে যে আইভিএফ কাজ করবেই এমনটাও নয়, প্রক্রিয়া বিফলেও যেতে পারে।নিম্নোক্ত এই সমস্যাগুলি নারী শরীরে থাকলে সেই নারী সন্তানধারণের জন্য আইভিএফ পদ্ধতি অবলম্বন করতে পারেন।

সমস্যাগুলি হলঃ

১। ডিম্বাণুর ওভ্যুলেশনে সমস্যা।

২।ডিম্বাণুর গুণগত মান যথাযথ নয়।

৩। ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক বা ক্ষতিগ্রস্ত থাকে।

৪। এন্ডোমেট্রিওসিস বা ইউটেরাসের বাইরে অযাচিত টিস্যুর সৃষ্টি ইত্যাদি।

৫। পুরুষদের ক্ষেত্রেও যদি শুক্রাণুজনিত সমস্যা থাকে তবে আইভিএফ পদ্ধতি গ্রহণ করতে পারেন।

আইভিএফ পদ্ধতি কি খরচসাপেক্ষ?

হ্যাঁ, আইভিএফ পদ্ধতিটি যথেষ্ট খরচ সাপেক্ষ।তবে কতটা ব্যয় হবে তা সঠিক ভাবে নির্ধারণ করা কঠিন।এটি সাধারনত নির্ভর করে কোথা থেকে আপনি ব্যবস্থাটি নিচ্ছেন তার উপর। বিভিন্ন দেশে ও হাসপাতালের ব্যবস্থাপনা অনুযায়ী খরচের মান ভিন্ন হয়। আবার রোগী কীভাবে চিকিৎসা করতে চান তার উপরেও ব্যয় অনেকটা নির্ভর করে।

কম খরচে এই পদ্ধতি গ্রহণ করার জন্য যোগাযোগ করুনঃ

65120131 842937439426528 7902403356902031360 N

আরও পড়ূনঃবিস্তারিতভাবে জেনে নিন পুরুষদের বন্ধ্যাত্বের কারণ ও তা নিরাময়ের চিকিৎসা সম্বন্ধে!

Leave a comment