গর্ভবতী মায়েদের কীভাবে নিজের যত্ন নেওয়া উচিত!
গর্ভাবস্থাকালীন নারীদের দায়িত্ব বেড়ে যায় শতগুন। এই সময়ে তাকে শুধুমাত্র নিজের খেয়ালই নয় তার সাথে সাথে আরেকটি প্রানেরও খেয়াল রাখতে হয়।তার সুরক্ষার দায়িত্বও থাকে গর্ভধারণকারী মায়ের প্রতি।তাই এই সময়ে সুস্থ থাকরে গর্ভধারণকারী মাকে কিছু বিষয় মেনে চলতে হয়। গর্ভধারণ যে কোনো নারীর জীবনে পরম আকাঙ্ক্ষিত মুহূর্ত। এ সময়ে তারা গুরুজন এবং পাড়া-প্রতিবেশীর উপদেশ মানতে গিয়ে […]